UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালিশপুরের প্রতিটি মসজিদে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ

koushikkln
এপ্রিল ২২, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশব্যাপী মহামারি করোনার হাত থেকে রক্ষা পেতে ও পবিত্র রমজান মাসে মসজিদে আগত মুসল্লিদের সুরক্ষার লক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম এর নিজ উদ্যোগে খালিশপুরের প্রতিটি মসজিদে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার খালিশপুর  বায়তুল ফালাহ্ জামে মসজিদে যোহরের নামাজের পরে মসজিদের ইমাম মুফতি মাওলানা ইবাদুর রহমানের হাতে মসজিদে আগত মুসল্লীদের ব্যবহারের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান তুলে দেন খুলনা মহানগর আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান খান ডারউইন, মোঃ লুৎফর রহমান, নুর তালাত মাহমুদ পাভেল, হাফিজুল করিম মুন্না, জাহিদুর রহমান সন্টু, মোল্লা মোঃ সেলিম, ডাঃ মোঃ শহিদুল হক, নুর আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ জাবেদ আলী প্রমুখ।