ঊষার আলো রিপোর্ট : পবিত্র মাহে রমজান উপলক্ষে ও লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উদীয়মান যুব সমাজের উদ্যোগে খালিশপুরে মধ্যবিত্ত, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে খালিশপুর আলমনগর জোড়া তালগাছ মোরে উদীয়মান যুবসমাজের কার্যালয় মাঠ প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল কাজী উজ্জল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় দুইশটি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উদীয়মান যুব সমাজের উপদেষ্টা এজাজ আলম আরজু, আওয়ামী লীগ নেতা মোঃ জুবায়ের হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাউদ্দিন আল আজাদ লাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা শামসুল আলম লিপন, মহানগর ছাত্রলীগ নেতা আহনাফ অর্পণ।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শুকুর গাজী, সিনিয়র যুগ্ম-সম্পাদক আশিক খান রাজা সহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)