ঊষার আলো রিপোর্ট : ইচ্ছামত চলাফেরা করতে না দেয়ায় স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে নগরীর খালিশপুর পৌর সুপার মার্কেট সংলগ্ন পাঁচতলা ভবনের চতুর্থতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী খালিশপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, বিগত চার বছর পূর্বে রুহুল আমিনের ছেলে নাজমুল হাসানের সাথে মহসিন কলেজ রোডের বাসিন্দা মিজানুর রহমান আজিজের কণ্যা শাম্মী আক্তার আন্নার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে সে ইচ্ছামত চলাফেরা করে। বাধা নিষেধ করলে সংসারে অশান্তি সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর নাজমুল হাসান দোকান শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়। হঠাৎ রাত ১টার দিকে স্ত্রী শাম্মী রাগান্বিত হয়ে নাজমুলের হাত পা বেধে ফেলে। বুকের ওপর উঠে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় নাজমুলের গোঙ্গানীতে পাশের রুমে থাকা স্বজনরা ছুটে এসে দরজা খুলতে বললে শাম্মী দরজা না খুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে স্বজনরা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নাজমুলকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে।
এসব বিষয় নিয়ে একাধিকবার এলাকায় সামাজিকভাবে বসাবসি হলেও স্ত্রী চলাফেরায় কোন পরিবর্তন আসেনি। এমন কি নিরুপায় হয়ে এর আগে থানায় জিডি করা হয়। যার নং-২৫৯, তাং-৬/৮/২১ইং। এসব করার পর সে কিছু দিন ভাল থাকলেও পুণরায় পূর্বের মত ঘরের সবার সাথে খারাপ আচরণ করে। দিন রাত মোবাইলে ফেইজবুক নিয়ে ব্যস্ত থাকে।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার বনগ্রামে এ মেয়ের আগে বিয়ে থাকলেও তা কৌশলে গোপন করা হয়।