UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খালিশপুরে ২শ’ পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

ঊষার আলো
এপ্রিল ২৩, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : স্বেচ্ছাসেবামূলক সংগঠন উদীয়মান যুব সমাজের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে খালিশপুরে বিনামূল্যে সবজি বিতরণ কার্যক্রম। পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনায় ঘরবন্দি ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত, অসহায় ও দুস্থ পরিবারের পাশে রয়েছে উদীয়মান যুবসমাজ। আমরা আমাদের সাধ ও সাধ্য মতন অসহায় ও ছিন্নমূলদের পাশে আছি এবং সারাজীবন থাকবো এই প্রত্যাশা নিয়ে উদীয়মান যুব সমাজ কাজ করছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টার সময় আলমনগর জোড়া তালগাছ মোরে সংগঠনের নিজস্ব কার্যালয় মাঠে উদীয়মান যুব সমাজ এর সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ২০০ পরিবারের মাঝে সবজি বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, সমাজসেবক ও খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশ্বাস প্রোপার্টিস এর সিও আজগর বিশ্বাস তারা, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম লিপন, জনতা ব্যাংক পোর্ট অফিস শাখার ম্যানেজার মোঃ জুয়েল, উদীয়মান যুব সমাজের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শুকুর গাজী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আশিক খান রাজা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ।

(ঊষার আলো-আরএম)