UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খালিশপুর দারুল মোকাররম মাদ্রাসার ছাত্রীকে যৌণ হয়রানি : শিক্ষক চাকুরিচ্যুত

koushikkln
নভেম্বর ২৮, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: খুলনা নগরীর খালিশপুর দারুল মোকাররম নূরানী প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার ছাত্রীকে যৌণ হয়রানির অভিযোগে এক শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়েছে। ওই শিক্ষকের নাম মোঃ রেজওয়ান। তিনি দাকোপ উপজেলার পানখালী গ্রামের আঃ আজিজ মোড়লের ছেলে। গত প্রায় পাঁচ বছর ধরে তিনি এখানে শিক্ষকতা করে আসছেন। ওই শিক্ষক ছাত্রীকে একাধীকবার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।

ওই মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাহী সদস্য চাদ মিয়া বলেন, মেয়েটির অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ করা হলে তারা বিষয়টি তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা পান। এ সময় কমিটি বৈঠকে বসে ওই শিক্ষকে চাকুরিচ্যুত করার সিদ্ধান নেন। সে মতে গত ৬ নভেম্বর তাকে চাকুরি থেকে ইস্তফা দেয়া হয়। তবে কমিটি এখানে কৌশলী ভূমিকা পালন করেন। তারা শিক্ষকে বাধ্যতামূলক এক মাসের ছুটি দেন। এ ছুটির মেয়াদ শেষ হলে ওই শিক্ষকের কর্মস্থলে যোগদানের কোন সুযোগ নেই বলে জানান।

ওই মাদ্রাসার একাধীক শিক্ষক বলেন, বিগত এক মাস আগেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আরো এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ ওঠে। ওই অভিযোগকারী অভিভাবককে হাত পা ধরে সে যাত্রায় ওই শিক্ষককে রক্ষা করা হয়। তবে এবার আর রক্ষা পেল না অভিযুক্ত শিক্ষক বলে তারা মন্তব্য করেন। তার কারণে প্রতিষ্ঠানের সুনাম নস্ট হচ্ছে বলে মাদ্রাসার মোহতামিম নজির বিন হাশেম জানান।

ছাত্রীর অভিভাবক ইলিয়াস কোরাইশী বলেন, শিক্ষক যে খারাপ কাজ করেছে তা ক্ষমার অযোগ্য। তাকে সামনে পেলে মুখে জুতা পেটা করতাম। এ ঘটনার পর তিনি রাস্তা দিয়ে ঠিকমত চলাফেরা করতে পারছেন না। নানাজনের নানা প্রশ্নে নিজেকে খুবই লজ্জিত হতে হচ্ছে। মান ইজ্জতের ভয়ে থানা পুলিশ করা হয়নি। তিনি বলেন, সামনে তার মেয়ের পরীক্ষা। পরীক্ষা শেষ হলেই মেয়েকে এই মাদ্রাসা আর পড়ানো হবে না।