UsharAlo logo
শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার বিদেশযাত্রা চূড়ান্ত

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শারীরিক অবস্থা ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার্থে বিদেশে নেওয়া হবে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশ যাত্রার বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

প্রথমে তাঁকে নেওয়া হবে যুক্তরাজ্যের লন্ডনে। সেখান থেকে পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের জন্য।

মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক, নার্স ও তিনজন সহকারীসহ ১৬ জন তাঁর সঙ্গে যাবেন। সবার ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে ৮ নভেম্বর শুক্রবার তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।

এখন শুধু ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সের’ অপেক্ষায়। কারণ, এত দীর্ঘ সময়ের জার্নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাঁকে কিছুতেই বিদেশে নেওয়া সম্ভব নয়। ফলে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’ অনিবার্য। আর সেটি অত্যন্ত দুর্লভ।

সারাবিশ্বে হাতেগোনা কয়েকটি দেশেই রয়েছে এ ধরনের স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স। তবে সংশ্লিষ্টরা আশা করছেন- সপ্তাহ খানেকের মধ্যেই স্পেশালাইজড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও হয়ে যাবে। মেডিকেল বোর্ডের চিকিৎসক ও দলের দায়িত্বশীল নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও জানিয়েছেন, ৮ নভেম্বর লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর ও যাত্রা-সঙ্গীদের ভিসা প্রাপ্তিতে সহযোগিতা প্রদানসহ বিষয়টি তদারকি করছে।

তবে অপর একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এবং স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স কনফার্মেশনের ওপরই নির্ভর করছে তাঁর উন্নত চিকিৎসার্থে বিদেশ যাত্রা। সেক্ষেত্রে যাত্রার তারিখ দু-এক দিন এদিক সেদিকও হতে পারে।

পারিবারিক সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাত (চিকিৎসক) সদস্যেরও যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাঁর সঙ্গে পুত্রবধূ শর্মিলা রহমান ও গৃহপরিচালিকা ফাতেমা ও রূপার যাওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে অতিদ্রুত তাঁকে বিদেশে ‘মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স হেলথ’ সেন্টারে নিয়ে যাওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন।

তারই অংশ হিসেবে আমাদের ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’ ভাড়া করার কাজও শেষের দিকে। প্রথমে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্টে-ওভারের পরে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টার যে দেশে আছে, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা আশা করছি, সব কাজ সম্পন্ন করেই অতিদ্রুত ম্যাডামকে বিদেশে নিয়ে যেতে পারব।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ডা. জাহিদ বলেন, ম্যাডাম গুলশানের বাসায় আগের মতোই মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিদেশে চিকিৎসার জন্য যাবেন সে বিষয়ে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়েও তাঁর কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। ম্যাডামের সঙ্গে চিকিৎসক-নার্সসহ আত্মীয়স্বজন যাঁরা যাবেন, তাঁদের বিষয়ে জানানো হয়েছে।

চিকিৎসকদের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাবেন- মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রফেসর ডা. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. শামসুল আরেফিন, ডা. নূর উদ্দিন, প্রফেসর ডা. এফ এম সিদ্দিক, ডা. জাফর ও ডা. আল মামুন।

চিকিৎসকদের সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপন করতে হবে। যুক্তরাষ্ট্র ও জার্মানিতে এ ধরনের অ্যাডভান্স হেলথ সেন্টার রয়েছে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে তাঁকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের পরে সর্বশেষ ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন তিনি।