খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের(খুকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের(অনার্স) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ বৃহস্পিবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান , ওরিয়েন্টেশন আয়োজন কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় দৌলতপুরস্থ দেয়ানায় অবস্থিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ছাত্র-ছাত্রীদের প্রধান এবং প্রথম কর্তব্য হলো পড়াশুনা করা। পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন দক্ষ ও যোগ্য কৃষিবিদ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হয়ে তোমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। কৃষির কল্যাণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার জন্য সদা সচেষ্ট থাকবে।
সভাপতির বক্তব্যে ট্রেজারার বলেন, জুলাই বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত হয়ে নবীন শিক্ষার্থীদের একজন ভালো কৃষিবিদ হিসেবে গড়ে তুলতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রেজিস্ট্রার তার বক্তব্যে বলেন, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গ্রামের রাখাল বালক যার মেধা কম ছিল না কিন্তু স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার জন্য আসতে পারিনি। কিন্তু তোমরা এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছ, তাই তোমরা সৌভাগ্যবান
ঊষার আলো-এসএ