UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবিতে আন্তঃডিসিপ্লিন ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

pial
জানুয়ারি ১২, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী উভয় গ্রুপ)-২০২৩ এবং আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র)-২০২৩ এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ ট্রফি উন্মোচন করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মইনুল ইসলাম ও উপ-পরিচালক এস এম জাকির হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)