UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবিতে গণিত এবং এর প্রায়োগিক দিক নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ‘দি সাইলেন্ট থ্রেট অব মাইক্রোপ্লাস্টিক্স এন্ড ন্যানোপ্লাস্টিক: দেয়ার রোল ইন এয়ারওয়ে হেলথ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

বেলা ২.৩০ মিনিটে গণিত ডিসিপ্লিনের ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন এন্ড সিমুলেশন ল্যাবে অনুষ্ঠিত এ সেমিনের আমন্ত্রিত বক্তা হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (ইউটিএস) এর স্কুল অফ মেকানিক্যাল অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র লেকচারার ড. সুভাষ চন্দ্র সাহা। তিনি জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বিশেষ করে শ্বাসনালীতে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন।

গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস এর সঞ্চালনায় সেমিনারে সূচনা বক্তৃতা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা। আরও বক্তৃতা করেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঊ/আ-এইচআর