UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৮, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরীক্ষা চলাকালে আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আকস্মিকভাবে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শনে যান তিনি।

পরে তিনি সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানদের অফিসে যান এবং তাঁদের কাছ থেকে পরীক্ষার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির পরে নির্ধারিত সময়েই গত ১১ ডিসেম্বর (বুধবার) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচের) ২য় বর্ষ টার্ম-১, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স ২য় টার্মের পরীক্ষা চলমান রয়েছে। এ পরীক্ষা আগামী ০২ জানুয়ারি পর্যন্ত চলবে।

ঊ/আ-এইচআর