UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবিতে প্রথম মেধা তালিকা থেকে ২০২ জনের ভর্তি

koushikkln
নভেম্বর ১২, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গুচ্ছ পদ্ধতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিতে প্রথম মেধা তালিকা থেকে ২০৪ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১২৮, ‘বি’ ইউনিটে ৩৫ এবং ‘সি’ ইউনিটে ৩৯ জন ভর্তি হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ১১০৯টি। প্রথম মেধা তালিকা থেকে ভর্তির কাগজপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ছিলো  ১২ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া স্থাপত্য ডিসিপ্লিন এবং চারুকলা স্কুলে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী সম্প্রতি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকাপর্বে তাদের ভর্তি করা হবে। প্রথম এই মেধা তালিকা থেকে ভর্তির পর খালি আসনের জন্য ভর্তির দ্বিতীয় মেধা তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।