UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল

usharalodesk
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হবে।

বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

সম্মানিত অতিথি থাকবেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। পরে বিকাল ৪টায় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।