UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুবির আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ কাল

pial
সেপ্টেম্বর ৭, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আগামীকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে রসায়ন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন।

এদিন দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।

(ঊষার আলো-এফএসপি)