UsharAlo logo
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুবির কর্মচারীর পিতার মৃত্যুতে উপ-উপাচার্যের শোক

ঊষার আলো
এপ্রিল ৫, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান উজ্জ্বল কুমার সরকারের পিতা উত্তম কুমার সরকার সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টার পর খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে খুলনাস্থ রূপসা মহাশশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান উজ্জ্বল কুমার সরকারের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদারসহ সংশ্লিষ্ট সেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন।

(ঊষার আলো-এমএনএস)