UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুবির সহকারী রেজিস্ট্রারের মায়ের ইন্তেকালে ভিসির শোক

ঊষার আলো
আগস্ট ৩, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার মর্জিনা আক্তারের মাতা এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হকের শ্বাশুড়ী আলেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি গত ২ আগস্ট বিকেল ৫টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্বামী, ২ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৩ আগস্ট সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তাঁকে গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এদিকে, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার নাজমা বেগমের মাতার ইন্তেকালে এক শোক বিবৃতিতে উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীসহ ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

(ঊষার আলো-আরএম)