UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুবির ৪র্থ একাডেমিক ভবনের স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির সভা

ঊষার আলো প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য ৪র্থ একাডেমিক ভবনের রুম বণ্টন বিষয়ে স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

সভাপতির বক্তৃতায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যে সকল ডিসিপ্লিনে রুম সংকট রয়েছে, তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে রুম বরাদ্দ দেওয়া হবে। যাতে তারা অন্য ডিসিপ্লিনগুলোর মতো স্বাচ্ছন্দ্যে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারে। সভায় সদস্যবৃন্দ গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন থেকে প্রাপ্ত চাহিদাপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম এবং কমিটির সদস্য-সচিব প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা।

ঊ/আ-এইচআর