UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবি প্রথম উপাচার্যের হাতে ক্রেস্ট তুলে দিয়ে দোয়া চাইলেন বর্তমান উপাচার্য

koushikkln
ডিসেম্বর ২৩, ২০২২ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমানের বয়স এখন ৯০ এর কোঠায়। ১৯৮৯ সালের ০১ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং ২২-০৮-১৯৯৩ তারিখ পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যের প্রতিকূলতা উপেক্ষা করে তিনি যোগ দিয়েছেন গ্রাজুয়েটদের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠানে।

ক্যাম্পাসে তাঁর উপস্থিতি জেনেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন তাঁর কার্যালয়ে তাঁকে আমন্ত্রণ জানান। উপাচার্য তাঁকে কার্যালয়ের নিচে নেমে স্বাগত জানান। হাত ধরে সহায়তা করে উপরে দু’তলার কার্যালয়ে নিয়ে এসে পাশে বসান। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া ও শুভেচ্ছা চাইলেন উপাচার্য। প্রথম উপাচার্য আবেগাপ্লুত হয়ে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে, বিশ্ব দরবারে মর্যাদার আসনে উপনীত হবে সে প্রত্যাশা করি। তাঁর এই আন্তরিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে উপাচার্যের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাওয়ায় ধন্যবাদ জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।