UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুবি বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৯, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে তাঁর কার্যালয়ে মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বার্তা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার প্রামাণ্য দলিল। বার্তার এ সংখ্যাটি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিচ্ছবি। বিশেষ করে জুলাই বিপ্লবের ক্রান্তিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার দলিল হয়ে থাকবে এটি। এবারের সংখ্যাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি উৎসর্গ করছি। তিনি বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বার্তা মুদ্রণ কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, বার্তা মুদ্রণ কমিটির সভাপতি ও দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং সদস্য-সচিব জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান।

ঊ/আ-এইচআর