ঊষার আলো প্রতিবেদক: নগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন থাকা ২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় একজনের এবং বেলা সাড়ে ১১টায় অপর আরেকজনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদ্বয় হলেন, বাগেরহাট রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু বক্করের স্ত্রী সাহিদা বেগম (৬৫) ও যশোরের ঝিনাইদহ সদরের আরবপুর গ্রামের মৃত সিরাজুলের পুত্র আ. হাসেম (৪৫)।
গত ২২ মার্চ আ. হাসেম মহামারী করোনায় আক্রান্ত হয়ে করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় সে মৃত্যুবরণ করেন। অন্যদিকে, আজ বুধবার সকালে করোনা ইউনিটে ভর্তি হন সাহিদা বেগম। এরপর বেলা সাড়ে ১১টায় সে মৃত্যুবরণ করেছেন বলে খুমেকের আরএমও মিজানুর রহমান এ বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (২৩ মার্চ) খুমেক ল্যাবে করোনার টেস্টে ২৩ জনের পজিটিভ হয়। যাদের মধ্যে খুলনার ১৩ জন, সাতক্ষীরার তিন জন, বাগেরহাটের পাঁচ জন, যশোরের ১ ও নড়াইলের ১ জন রয়েছে।
(ঊষার আলো-আরএম)