UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চান মেয়র

koushikkln
আগস্ট ৭, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নাগরিক সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে খুলনাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমান যুগে সেবাদানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য্য হয়ে পড়েছে। তাই অধিকতর নাগরিক সেবা প্রদানের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে চান। সেই লক্ষ্যে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সিটি মেয়র রবিবার (০৭ আগস্ট) দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘ডিজাইন এন্ড ডেভেলপ স্মার্ট সিটি সার্ভিসেস ইউজিং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এন্ড লট ঃ কেসিসি পারসপেকটিভ’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সবাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়বস্তুর ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড’ মোঃ আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র ডিজিটাল বাংলাদেশের প্রবর্তক। তিনি দেশকে উন্নয়নের মহসড়কের পথে এগিয়ে নিতে এই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেন।

কেসিসি’র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোহাম্মদ গাউসুল আজম, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, নগর পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম ও স্টোর এন্ড প্রোপার্টি স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ গোলাম মাওলা শানু প্রমুখ কর্মশালায় মতামত তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবিএম মামুনুর রশীদ, কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান ও মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী মোঃ সাহাবুল আলম, শেখ মোঃ মাসুদ করিম, স্থপতি রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সি অফিসার মোঃ আব্দুর রকীব ও নুরুন্নাহার এ্যানি, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী মোঃ নাজুমল হুদা, মোঃ মনিরুজ্জামান, সহকারী নগর পরিকল্পনাবিদ নিশাত তাসনিম, সহকারী এস্টেট অফিসার শেখ মাসুদ আলী প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।