খুলনা মেট্রোপলিটন পুলিশ গত ৩ জানুয়ারি ( শুক্রবার) দিনভর নগরীতে অবৈধ জুয়া-র্যাফেল ড্র এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
আজ শনিবার ( ৪ জানুয়ারি) কেএমপি’র সদর দপ্তর থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অবৈধ জুয়া/ র্যাফেল ড্র এর নামে টিকেট বিক্রি করার সময় বিভিন্ন ঘটনায় বিভিন্ন স্থান থেকে ৩৬ জনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৭ টি ইজিবাইক, ৭ সেট মাইক, ৮ টি টিনের ছোট ড্রাম, বিভিন্ন রংয়ের ১২ বান্ডেল ও খোলা ২৫৫৭ টি টিকেট এবং টিকেট বিক্রিত নগদ ১৭১৮০ টাকা উদ্ধার করা হয়। তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে কেএমপি অধ্যাদেশ ৯৫ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঊ/আ-এইচআর