ঊষার আলো ডেস্ক : খুলনার রূপসা উপজেলার আলাইপুর নামক এলাকায় ইটবাহি অবৈধ ট্রলির ধাক্কায় স্থানীয় চাঁদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।
রোববার ২ অক্টোবর’২২ দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলির চালক ইয়াদুল মল্লিক (২০) কে ট্রলিসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় চাঁদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম আলাইপুর সেতুর বাইপাস সড়কে যাওয়ার সময় ইটবাহী দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অধ্যক্ষ রফিকুল ইসলামের মৃত্যু হয়।
এলাকাবাসী ঘাতক ট্রলি ও চালক ইয়াদুল মল্লিককে আটক করে পুলিশে সোপর্দ করে। রূপসা থানার ওসি বলেন, অধ্যক্ষের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)