UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় এনটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

koushikkln
জুলাই ৪, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: “ সময়ের সাথে আগামীর পথে ” এই শ্লোগান নিয়ে হাটি হাটি পা পা করে  বিশ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পন করেছে জনপ্রিয় স্যাটলোইট চ্যানলে এনটিভি ।

আজ মঙ্গলবার (৪ জুলাই) সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে কেক কেটে খুলনায় প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করনে নব নির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এনটিভির দর্শক ফোরাম খুলনার আহবায়ক হুমায়ুন কবীর বাবুলের সঞ্চালনায় এনটিভি খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়েব এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, স্বাধীনতা সাংবাদকি ফোরামের আহবায়ক মকবুল হোসনে মিন্টু, খুলনা সাংবাদকি ইউনয়িন সভাপতি ফারুক আহমদে, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদশে ফ্রোজেন ফুডস এক্সপোটার্স এসোসিয়েশন খুলনার ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল বাকি, জাতীয় পার্টি র জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ তারিকুল ইসলামসহ প্রমুখ ।

খুলনা সিটি কর্পোরেশনের ৩য় বার মেয়র নির্বাচিত হয়ে ৩ জুলাই শপথ গ্রহনের পর প্রথমই এননিভির  প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন উল্লেখ করে সিটি মেয়র তার শুভেচ্ছা বক্তব্যতে  এনটিভির সকল কলা কুশলীদের আন্তরিক শুভেচ্ছা জানান। সিটি মেয়র বলেন, এনটিভি জনপ্রিয়তা ধরে রেখেছে বস্তুনিষ্ট সাংবাদিকতার মাধ্যমে। তিনি এনটিভির অগ্রযাত্রা কামনা করেন । এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং  অতিথিদের অপ্যায়ন করা হয় । এই ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানান।

 উল্লেখ্য, ২০০৩ সালের ৩ জুলাই এনটিভি স্যাটেলাইন চ্যালেন হিসাবে যাত্রা শুরু করেছিল।  কিন্তু ৩ জুলাই ২০২৩ নব নির্বাচিত সিটি মেয়র শপথ জনিত কারনে  খুলনা এবার ৪ জুলাই এই কেক কাটা অনুষ্টানটি করা হয় ।