ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে খুলনার অধিকাংশ থানায় ওসিদের পরিবর্তন আনা হয়েছে। খুলনা ট্রোপলিটন পুলিশ-কেএমপির ৪ থানায় ও জেলার ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (প্রশাসন) মো: কামরুল আহসান বিপিএম(বার) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় সারা দেশে ওসিদের রদবদলের ধারাবাহিকতায় কেএমপিতে এই পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য মতে, কেএমপির খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাসান আল মামুন কে আড়ংঘাটা থানায়, সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হককে খানজাহান আলী থানায়, আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওয়াহিদুজ্জামানকে সোনাডাঙ্গা মডেল থানায় এবং খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন খাঁনকে খুলনা সদর থানায় বদলি করা হয়েছে।
এছাড়া জেলা পুলিশেও রদবদল করা হয়েছে, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্তকে মেহেরপুর মুজিনগর থানায়, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে ফুলতলা থানায়, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকারকে বটিয়াঘাটা থানায়, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়াকে মেহেরপুর সদর থানায়, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবিরকে রূপসা থানায়, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হককে দাকোপ থানায়, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনকে দিঘলিয়া থানায় বদলি করা হয়েছে।
অপরদিকে পাকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নড়াইল নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার সাহাকে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।
ঊআ-বিএস