খুলনায় ডাকাতি প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের ৩ সদস্যকে আটক করেছেন পুলিশ। আটকরা হলো সফিন দফাদারের পুত্র সজল দফাদার(২২), জনি হাওলাদারের পুত্র সাব্বির হাওলাদার এবং মো: সেলিম শেখের পুত্র আকাশ শেখ (১৯)। এ সময় তাদের কাছ থেকে গুপ্তি, ডাবল সুইচ গিয়ার ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় ডাকাতির প্রস্তুতিকালে খুলনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছেন। গ্রেফতারকৃতরা খুলনা সদর থানাধীন বিভিন্ন এলাকায় বসাবস করে।
গতকাল বুধবার বিকেল ৫টায় খুলনা সদর থানায় এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কেএমপি অতিরিক্ত কমিশনার কুতুব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ) মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া অ্যান্ড নিপি) মোহাম্মদ আহসান হাবিব, খুলনা সদর থানার ওসি মুনীর গিয়াস প্রমুখ।
প্রেসব্রিফ্রিংয়ে উল্লেখ করা হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আরো ৭-৮ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা আসামীরা খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে
ঊ/আ-এইচআর