UsharAlo logo
রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় খুবি ছাত্র অর্ণব হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার, রিমা- মঞ্জুর

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাইফুল গাজী। সে খুলনা সোনাডাঙ্গা থানাধীন আইডিয়াল কলেজ রোড এলাকার বাসিন্দা মাগরেব গাজী ছেলে। সে অর্ণব হত্যাক-ের সময় মটরসাইকেলে ছিলেন। তাকেসহ এ পর্যন্ত অর্ণব হত্যা মামলার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সাইুফল গাজীর একদিনের রিমা- মঞ্জুর করেছেন সংশ্লিষ্ট আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আশরাফুল জানান, ৭ দিনের রিমা- আবেদন করে গ্রেপ্তার সাইফুলকে আদালতে উপস্থাপনা করা হয়। রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক একদিনের রিমা- মঞ্জুর করেছেন। রোববরা বিকেল থেকে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবদ করা হবে। এর আগে গত ৩১ জানুয়ারি সাইফুল গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, অর্ণব হত্যাকান্ডের সময় মটরসাইকেলে সাইফুল গাজী উপস্থিত ছিলো। সিসি ফুটেজে তার উপস্থিতি প্রমান পাওয়া গেছে।

এর আগে গত ২৯ জানুয়ারি মো: রমজান শেখ এবং জাহেদুল ইসলাম তুরান গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অর্ণব হত্যাকা-ের দিন  রাতে অর্ণবের বন্ধু রব্বানি কে গ্রেপ্তার করা হয়। রিমা-ে সে গুরুত্বপুর্ন তথ্য দিয়েছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে খুবি ছাত্র অর্ণব সরকারকে শেখ পাড়া তেতুল তলা মোড়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি ও কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন রাতে অর্ণবের তিনবন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেয়। এর পরের দিন রাতে নিহতের বাবা নিতিশ কুমার বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় বাদী হত্যা মামলা দায়ের করেন। ওই দিন অর্ণবের দুই বন্ধু খালিদ ও ফাহিমকে শর্ত সাপক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর বন্ধু গোলাম রব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অর্ণবের বন্ধু গোলাম রব্বানিসহ এ মামলায় মোট গ্রেপ্তার হয়েছে ৪ জন।

ঊষার আলো-এসএ