UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ছাত্রলীগের সহ-সভাপতি আরমান গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল হোসেন আরমান (৩২) কে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত আরমান নগরীর ২নং হাজী ইসমাইল রোড এলাকার মৃত বিল্লাল হোসেন বাড়ির ভাড়াটিয়া মো: জালাল সরদারের পুত্র। বৃহস্পতিবার দুপুরে কেএমপির এডিসি ( মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা রয়েছে। যার মামলা নং-০৬, তারিখ ২৭/০৮/২৪ইং। বুধবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
এর আগেও গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হোসেন আরমানকে খুলনায় ইয়াবা বিক্রির দায়ে তাকেসহ ৪জনকে গ্রেফতার করেছিল সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। পরে সে আদালত থেকে জামিন পায়।

ঊআ-বিএস