UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২৯, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

টানা তিনদিনের কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। প্রশাসনের আশ্বাসে বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু।

তিনি বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবি আদায়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা কর্মবিরতি স্থগিত করেছি। এরপরেও যদি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হয় সেক্ষেত্রে আলোচনা করে প্রয়োজনে আমরা আবারও কর্মসূচি হাতে নেব।’

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। সকাল থেকে তেল লোড করা শুরু হয়েছে।

তিনি বলেন, ‘প্রশাসন থেকে বলা হয়েছে আমাদের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন প্রক্রিয়ায় তারা যথাযথ সহায়তা করা হবে।’

এর আগে গত রোববার থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে কর্মবিরতি শুরু করে ট্যাংকলরি শ্রমিকরা।

কর্মবিরতিতে খুলনার কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহণ বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়।

ঊষার আলো-এসএ