খুলনায় ট্রাকের ধাক্কায় মুড়ি বিক্রেতা তপন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন লতা বাইপাস রোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন খুলনার ডুমুরিয়া উপজেলা মধুর গ্রাম এর বাসিন্দা মৃত ধীরেন সানার পুত্র।
খুমেক হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মুড়ি বিক্রেতা তপন বাইসাকেল যোগে মুড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থাণীয় লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।