UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ডিবির অভিযানে মহিলা যুবলীগের নেত্রী রিক্তা গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)’র ডিবি পুলিশের অভিযানে মহিলা যুবলীগের নেত্রী ফাতেমা আফরোজ রিক্তা (২৬)কে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় খালিশপুর হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কেএমপির ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন খালিশপুর হাউজিং এলাকা থেকে মহিলা যুবলীগের নেত্রী ফাতেমা আফরোজ রিক্তাকে গ্রেফতার করা হয়। সে খালিশপুর হাউজিং এষ্টেট, মোংলা পোর্ট পরিচালকের বাড়ির ভাড়াটিয়া মো: মুজিবর রহমান শেখের কন্যা। ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা রয়েছে। যার মামলা নং-১৯, তারিখ-১২/১২/২০২৪। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন  ধরনের অভিযোগ রয়েছে। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে। সে খুলনার মহিলা যুবলীগের নেত্রী ছিলেন। আওয়ামী লীগের খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, শেখ সোহেলের বন্ধু হিসেবে পরিচিত কাজী ফয়েজ এর বন্ধু হিসেবে পরিচিত এই ফাতেমা আফরোজ।

ঊআ-বিএস