আজ বৃহস্পিতবার সকাল ৯টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা বিল্ডিং এর সামনে মোঃ আল-আমিন শেখ(২৬) অজ্ঞাতনামা দুবৃত্তদের ছুড়িকাঘাতে নিহত হন। নিহত আল আমিন শেখ বানরগাতি ইসলাম কমিশনার মোড় এলাকার বাসিন্দা আইয়ুব আলী শেখের পুত্র।
পুলিশ জানায়, নিহত আল আমিন বাংলালিংকের মাঠ পর্যায়ের সেলসম্যান তার অফিস শিববাড়ি মোড় বাংলালিংক অফিসে হাজিরা দেওয়ার জন্য সাদা নেভি ব্লু কালার মোটরসাইকেল যোগে বাসা থেকে বের হলে উপরোক্ত স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেটের বাম সাইডে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ০৯:৩০ ঘটিকায় নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে আছে।
ঊষার আলো-এসএ