আজ বুধবার দুপুর ৩টার দিকে খুলনা মহানগরীর খানজাহানআলী থানাধীন শিরোমনি বাজার এলাকায় মোঃ লিয়াকত (৪৬) হামকো কোম্পানির নির্মানাধীন স্টিলের তিনতলা বিল্ডিং এর একতলায় নাট বল্টু টাইট দেওয়া কালীন দুর্ঘটনা বসত পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন । তারপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মারা যান। মৃত ব্যক্তি টাঙ্গাইল জেলা ভুযাপুর থানাধীন আমুলা গ্রামের বাসিন্দা মোঃ আফজাল হোসেন এর পুত্র।
এব্যাপারে পুলিশ জানায়, বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে । প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এ সংক্রান্ত খানজাহানআলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
ঊআ-বিএস