খুলনা মহানগরী খানজাহান আলী থানাধীন বালুরঘাট নামক স্থানে নদীতে বস্তাবন্দী অজ্ঞাত এক বক্তির লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সোযা ৫টার দিকে বালুরঘাট নদীতে স্থানীয় বাসিন্দা বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেন।
পরিচয় মিলেনি উল্লেখ করে নৌপুলিশের ওসি বাবুল আক্তার বলেন, ডিএনএ টেস্ট না করে কিছু বলা যাচ্ছে না৷ পরিচয় মিলেছে ঘটনাটি সত্য নয়। ধারনা থেকে কারো পরিচয় শনাক্ত করা ঠিক না বলে তিনি উল্লেখ করেন।
ঊআ-বিএস