ঊষার আলো প্রতিবেদক: নগরীর খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে মিনি বাণিজ্য মেলার আড়ালে মেলার মাঠে জুয়া ও মেলার ল্যাফেল ড্র এর নামে জুয়ার লটারির টিকিট বিক্রয় বন্ধের দাবিতে কাল ( ৩ জানুয়ারি) জুম্ম¦াবার বিকাল ৩ টায় খানজাহান আলী থানা ইমাম পরিষদ এর উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রতিবাদ সভা ও মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খানজাহান আলী থানা ইমাম পরিষদের সভাপতি মুফতি গোলামুর রহমান সাহেব। এ ছাড়াও ইমাম পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন । এর আগে আজ বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) সকাল ১০ টায় ইমাম পরিষদের এক জরুরী সভা থেকে এ কর্মসূচি ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈঠকে বক্তব্য রাখেন খুলনা জেলা ইমাম পরিষদের খানজাহান আলী থানা সহ সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফেজি, সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সহ সাধারন সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আঃ সাত্তার, প্রচার সম্পাদক মৌলভি বেলাল হুসাইন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খানজাহান আলী থানা এলাকাতে মেলার নামে মিনি বাণিজ্য মেলার নামে প্রকাশ্যে জুয়ার লটারির টিকিট বন্ধ ও মেলার মাঠে জুয়া বন্ধের দাবিতে ইমাম পরিষদ এর উদ্যোগে গৃহিত কর্মসূচি সফল করার জন্য সকল ইসলাম প্রিয় তৌহিদী জনতার প্রতি অনুরোধ করেন।
ঊআ/বিএস