সাংবাদিক কল্যাণ ট্্রাস্টের অনুদান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্্রাস্ট থেকে খুলনার ২৫ জন অস্বচ্ছল সাংবাদিককে চিকিৎসা সহায়তা বাবদ ১৪ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ।ইউনিয়নেনর সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ মিলন হোসেন, ইউনিয়নের সদস্য দেবব্রত রায় দেবু, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, শেখ মোঃ সেলিম, আব্দুস সাত্তার মোল্লা, এসএম ফরিদ রানা, শামীম আশরাফ শেলী, রিতা রানী দাস, জিএম মনিরুজ্জামান, এমএম মিন্টু, মেহেদী হাসান, মেহেদী মাসুদ খান, আল মাহমুদ প্রিন্স, শেখ লিয়াকত হোসেন, আমজাদ আলী লিটন, হাসানুর রহমান তানজির, সাগর সরকার, এলিন হোসেন অন্তর, তরুণ চক্রবর্তী বিষ্ণু, রিংটন মন্ডল, ফকির গোলাম রসুল, নাজমুল হোসেন খান, নাসরিন আক্তার শাপলা, এজাজ আলী জুয়েল, বেনজির হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি শেখ হারুনুর রশীদদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব মানবতার নেত্রী। তিনি সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপদ ভবিষৎ গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির মধ্য দিয়ে শেখ হাসিনা ঘোষিত ম্মার্ট বাংলাদেশ গড়তে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার তিনি আহŸান জানান।’