UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- মেয়র

pial
নভেম্বর ৭, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র খালেক বলেছেন উন্নয়ন কমিটি একটি সামাজিক সংগঠন।

দক্ষিণ-পশ্চিমা ল তথা খুলনার উন্নয়নে এই সংগঠনটি কাজ করে চলেছে। বর্তমান সরকার দক্ষিণ-পশ্চিমা লের উন্নয়নে ব্যপক কাজ করছে। খুলনাকে পরিচ্ছন্ন নগরী ও আধুনিক পরিকল্পিত শহর হিসাবে গড়ে তুলতে সবাইকে দল মত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে।

সিটি মেয়র গত শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে উন্নয়ন কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন। খুলনা উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আগামী ২০২৩-২০২৪ সালের নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হয়। সভায় মকবুল হোসেন মিন্টু চেয়ারম্যান, চৌধুরী মোঃ রায়হান ফরিদ ও অধ্যাপক মোঃ আযম খান কে সদস্য করে আগামী ২৬ নভেম্বর ২০২২ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।

মহাসচিব শেখ মোহাম্মদ আলী খুলনা উন্নয়ন কমিটির ২০২১-২০২২ দ্বি-বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান আর্থিক প্রতিবেদন পেশ করেন এবং এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ শোক প্রস্তাব পাঠ করেন।

মোঃ মনিরুজ্জামান রহিম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএমএ’র মহাসচিব ডাঃ মেহেদী নেওয়াজ, বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস হুমায়ুন কবীর, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারী, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, আয়কর বারের সাবেক সভাপতি মনিরুল হুদা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শরীফ ফজলুর রহমান, দাতা সদস্য প্রকৌশলী আজাদুল হক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, প্যানেল মেয়র আলী আকবর টিপু, অধ্যক্ষ রেহানা আকতার, রসু আকতার, মামুনুরা জাকির খুকুমনি, নাগরিক নেতা সুজনের সাধারণ সম্পাদক এ্যাড. কুদরত-ই-খোদা, শেখ মোশাররফ হোসেন, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, আকতার উদ্দীন পান্নু ও বাগেরহাট উন্নয়ন কমিটির মীর মোরাদ-উদ-দৌলা প্রমুখ

(ঊষার আলো-এফএসপি)