UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ৪ মৃত্যু

ঊষার আলো
আগস্ট ২১, ২০২১ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় খুলনার ৩ হাসপাতালে করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা এতথ্য নিশ্চিত করেন।

এরমধ্যে, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-তেরখাদার সালমা বেগম (৫৭) এবং বাগেরহাটের মোড়লগঞ্জের সমীর (৭২)। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নগরীর মুন্সিপাড়ার ডা. মোজাম্মেল হক (৮৮) নামে একজনের মৃত্যু হয়েছে। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তি হলেন, নগরীর নিরালা এলাকার আব্দুল মান্নান আকন্দ (৭৯)।

তবে, গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।

(ঊষার আলো-আরএম)