UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার রূপসায় অবৈধ ৯ কয়লার চুল্লি উচ্ছেদ

ঊষার আলো
জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রূপসা প্রতিনিধি : খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ অভিযানে খুলনা জেলার রূপসা উপজেলায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯টি চুল্লী ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রূপসায় এ অভিযান পরিচালিত হয়।

রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাত হোসেনের নেতৃত্ব পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবু সাঈদ ও পরিদর্শক মো: মোস্তাফিজুর রহমান। এ সময় সার্বিক সহযোগিতা করেন রূপসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাত হোসেন।