UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে বড় আউটলেটে সেইলর এখন খুলনায়

koushikkln
মে ৩, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সুন্দরবনের প্রবেশপথ খ্যাত খুলনায় পাল তুলেছে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর। নগরীর মজিদ সরণি রোডে অবস্থিত নান্দনিক ও চমকপ্রদ এই আউটলেটট তাদের ২০ তম সংযোজন। ১০ হাজার স্কয়ার ফিটের দো-তলা ভবন নিয়ে সুপরিসরে সর্ববৃহৎ এই আউটলেটটি সাজানো হয়েছে। নান্দনিক সৌন্দর্যের ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার সু-ব্যবস্থা। রয়েছে আধুনিক ট্রায়াল রুম ও ক্রেতাদের জন্য ফ্রেশরুমের ব্যবস্থা। তাছাড়া নতুন এ আউটলেটের প্রতি তলাতে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা ধরনের লাইফস্টাইল পণ্য। নীচতলাতে ওম্যান্স এন্ড কিডস কালেকশন সহ রয়েছে হোম ডেকোর আইটেম এবং গিফট সামগ্রী আর ১ম তলায় মেন্সওয়্যার দিয়ে সাজানো হয়েছে।

সোমবার (০৩ মে) সকাল ১০ টায় আউটলেট উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবির। এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য কার্যনির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ৭ দিনব্যাপী চলবে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ডিসকাউন্ট।