UsharAlo logo
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ৪ মামলায় সালাম মুশের্দীর জামিন নামঞ্জুর

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

সাবেক সংসদ সদস্য সালাম মুশের্দীকে ৪টি মামলায় খুলনার দু’টি পৃথক আদালত কারাগারেম প্রেরণ করেছেন। এর আগে তার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।
আজ রোববার (২২ ডিসেম্বর) পৃথক দু’টি আদালতের বিচারক হলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো: আলতাফ মাহমুদ।
সাবেক এই ফুটবলারকে এক নজর দেখতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করে। তাকে লক্ষ্য করে জনতা ভুয়া ভুয়া বলে শ্লোগান দিতে থাকে। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

গত ৪ অক্টোবর দিঘলিয়া থানায় সাবেক সংসদ সদস্য শেখ হেলালসহ ২১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু। এ মামলায় খুলনা ৪ আসনের সাবেক সংসদ সালাম মুশের্দী ৯ নং আসামি। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে ফুলতলা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর নেতৃত্বে প্রায় ২ হাজার নেতাকর্মী খুলনা ডাকবাংলা মোড়ে দলের বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য নদী পথে ট্রলারযোগে রওনা হয়। তাদের কিছু নেতাকর্মী চন্দনীমহল (কাটাবন) ঘাটে অবস্থান করছে এমন সংবাদ পান বিএনপি’র ওই নেতা। বেলা সাড়ে ১১ টার দিকে ট্রলার ওই স্থানে পৌঁছানোর সাথে সাথে আওয়ামী সরকারের সন্ত্রাসীরা তাদের ওপর শর্টগান, কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জি আই পাইপ, চা-পাতি, বোমা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এর আগে গত ৪ রাতে নভেম্বর খুুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী শারমিন সালামসহ তেরখাদা উপজেলা আওয়ামী লীগের ২০৫ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করা হয়। মামলাটি করেন তেরখাদা উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বাদী হয়ে তেরখাদা থানায় মামলাটি করেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল হাসান মুসল্লী, সাবেক চেয়ারম্যান দ্বীন ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ মো. মহসিন ও বুলবুল মোল্যাসহ ২০৫ জন।

এছাড়া ২৯ আগস্ট খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীসহ ৮৪ জনকে আসামি করে মামলা হয়। রূপসা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা বিএনপি নেতা খাইরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেন। এজাহারে ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়ার পুটিমারী বটতলা মোড়ে বিএনপির কর্মসূচি শেষে ফেরার সময় নগরঘাট ফেরিঘাট এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামের ওপর আক্রমণ চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলায় তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৮৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া ফেরিঘাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারীর (হেলাল) গাড়িবহরের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে আব্দুস সালাম মুর্শেদীসহ ৬৮ জনকে আসামি করে মামলা করা হয়।

ঊ/আ-এইচআর