UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় করোনায় আরও সাত জনের মৃত্যু

ঊষার আলো
আগস্ট ৩, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় করোনায় খুলনার ৪ হাসপাতালে  আরও ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়।

সূত্র জানায়, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জন, খুলনা জেনারেল হাসপাতালে এক জন ও শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তবে, গত ২৪ ঘন্টায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি।

ডেডিকেটেড হাসপাতালে মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার সবুর মোড়ল (৫৫), খালিশপুরের সেলিনা বেগম (৫০) এবং চট্টগ্রামের সীতাকুন্ডুর হাবিবুল্লাহ (৭০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১১৯ জন। এরমধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৬ জন, আইসিইউতে ১৯ জন এবং  এইচডিইউতে ১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হন ২৭ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃতরা হলেন, নগরীর মুন্সিপাড়ার রহিমা খাতুন (৭২) এবং ঝিনাইদহ সদরের মহিলা কলেজ রোডের মোসাম্মৎ রহিমা খাতুন (৬৪)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ৪ জন এবং এইচডিইউতে ৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মৃত ব্যক্তি হলেন, নগরীর সদর হাসপাতাল এলাকার শামসুল হক (৭৬)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। এরমধ্যে আইসিইউতে ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে রূপসা উপলোর রাজাপুর গ্রামের শেখ আবুল হোসেন (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

এছাড়াও, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৬০ জনের মধ্যে আইসিইউতে আছেন ৯ জন ও এইচডিইউতে ২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।