UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার ৪ হাসপাতালে ১১ জনের প্রাণহানি

usharalodesk
জুলাই ২৫, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় খুলনার ৪ হাসপাতালে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন। এরমধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়ালো জোনে ৩৮ জন এবং আইসিইউতে ২০ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আট জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

বেসরকারি সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। করোনা ইউনিটে ৬৮ জন ভর্তি রয়েছেন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছেন ৪১ জন।

গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

(ঊষার আলো-আরএম)