UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনাসহ ১০জেলায় বিএসটিআই’র অভিযানে এক মাসে ২১ মামলায় জরিমানা

koushikkln
জুলাই ৪, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ওজন ও পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে খুলনাসহ ১০ জেলায় বিএসটিআই’র অভিযানে এক মাসে ২১ মামলায় দুই লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৪ জুলাই) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের খুলনা বিভাগীয় অফিসের উপ-পরিচালক (রসায়ন) সওদাগর শামীম ফারুক সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এবিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওজন ও পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধ

তথ্যমতে, বিএসটিআই খুলনার উদ্যোগে গত জুন মাসে ওজন ও পরিমাপে কারচুপি, অবৈধ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার, উৎপাদিত মোড়কজাত পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদবিহীন পণ্য বাজারজাতকরণ ও উৎপাদিত পণ্যের বিএসটিআই’র মানসনদ না থাকা এবং অবৈধ মানচিহ্ন ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ ও ‘বিএসটিআই আইন, ২০১৮’র আওতায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ ১০ জেলায় ১৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১টি মামলায় দুই লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেখানে ৩২টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনার মাধ্যমে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে|