তেরখাদা প্রতিনিধি: অরাজনৈতিক খুলনাস্থ তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির সভা হয়েছে। সমিতির অস্থায়ী কার্যালয়ে গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) মাগরিব নামাজ বাদ সমিতির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে এ সভা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস, শেখ এহিউল ইসলাম,মিজানুর রহমান,মোঃ হেকমত আলী মোল্লা, শেখ নেয়ামত আলী, আব্দুস সামাদ, মোঃ লাবু ইসলাম, শেখ আব্দুল আজিজ, সোহেল রানা প্রমুখ।উল্লেখ্য যে সভায় সমিতির খুলনা মহানগরীতে বসবাসকারী তেরখাদাবাসীদের সদস্য ফরম সংগ্রহের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধি করে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।