UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর মতবিনিময় সভায় – বদিউজ্জামান সোহাগ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

                                   শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন ৭ জানুয়ারি
                                  ভোট উৎসব হবে দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে

বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার এই অঞ্চলের প্রতিটি মানুষের সাথে রয়েছে নাড়ির সম্পর্ক। সে কারণেই তিনি এ অঞ্চলের উন্নয়নে আপোষহীন। শত বাঁধা প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রীর দৃঢ় সাহসিকতা এই অঞ্চলের মানুষের স্বপ্নের  পদ্মাসেতু নির্মাণ জ্বলন্ত উদাহরণ। এছাড়াও তিনি দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

শুধু দক্ষিণাঞ্চল নয় সারা দেশে সুষম উন্নয়ন করেছে জননেত্রী শেখ হাসিনার সরকার। যার ফলে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের যা দিয়েছেন তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে আরও সুন্দর, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ পাবে। তার প্রতি আমাদের দায়িত ও কৃতজ্ঞতা রয়েছে, তাকে আমাদের আরো কাজ করার সুয়োগ করে দিতে হবে।

সে জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আগামী ৭ জানুয়ারি ভোট উৎসব হবে দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে।

নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়াম রুমে খুলনাস্থ মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী মনোনীত বাগেরহাট-৪ আসনের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ।

খুলনা জর্জ কোটের  এপিপি এ্যাড. ধীরেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক টিটো, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম সোহরাব হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সাইদুর রহমান, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান, মোস্তফা কামাল, মো: মাহফুজুর রহমান, শাজাহান খান, রুমান আহমেদ।

 এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মো: ইকবাল হোসেন, রাজিব হোসেন, মান্নান হোসেন, মো: জিলহাজ্ব হাওলাদার, গোলাম রাব্বানী মামুন, মিরাজুল ইসলাম, জাকারিয়া শেখ, সুরভী লাইজু, নজরুল ইসলাম নবী, বাঁধন হালদার, চিন্ময় মন্ডল, মো: আরিফ প্রমুখ।