UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অভ্যন্তরীণ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

koushikkln
নভেম্বর ১৫, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী  : অভ্যন্তরীণ টেনিস টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠান  সোমবার (১৫ নভেম্বর) রাতে খুলনা অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সুস্থতার জন্য খেলাধুলা করা প্রয়োজন। প্রতিদিন শরীর চর্চা করা দরকার। তিনি বলেন, করোনার কারণে প্রায় দুই বছর সকল খেলাধুলা বন্ধ ছিলো। ক্রাড়ীর ক্ষেত্রে বিভিন্ন ক্লাব বিশেষ গুরুত্ব বহন করে। শত প্রতিকূলতার মাঝেও সকলকে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। এই টেনিস টুর্নামেন্টের মাধ্যমে সকলে কিছুটা উজ্জ্বীবিত হবে।

খুলনার জেলা প্রশাসক ও অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, সাবেক পুলিশ সুপার মোঃ মুজিবুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান বক্তৃতা করেন।
খুলনা অফিসার্স ক্লাবের সদস্যদের নিয়ে ১০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।