ঊষার আলো প্রতিবেদক : খুলনায় র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে সন্ত্রাসী সাইফুল ইসলাম সরদার বাবু ওরফে কিলার বাবুসহ (৪০) ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি হাতুড়ি, একটি কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) গভীর রাতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য চারজন হচ্ছে, আকরাম আলী খান (৪২), আশিকুর রহমান (৩৩), আতাউর রহমান খাঁ (৩২) ও মুরছালিন কাজী (৪৪)। তাদের সবার বাড়ি ডুমুরিয়া উপজেলায়।
র্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।