UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অস্ত্র মামলায় এক চরমপন্থী নেতার ১৭ বছরের জেল

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার ডুমুরিয়া থানার অস্ত্র আইনের মামলায় দোষি সাব্যস্থ করে চরমপন্থী নেতা রফিক জোয়ার্দারকে (৪৮) ১৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অস্ত্র আইনের ১৯ এ ধারায় ১০ বছর এবং ১৯ এফ ধারায় সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৪ মার্চ ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ খুলনার ৪র্থ আদালতের বিচারক মোঃ আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি রফিক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি রফিক ডুমুরিয়া উপজেলার চহেড়া গ্রামস্থ আনসার জোয়ার্দারের পুত্র।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৭ সালের ২৬ অক্টোবর ভোর রাত ৪ টায় ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামে অভিযান চালায় পুলিশ। ওইসময় সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কার্যক্রমের বৈঠক চলাকালে আসামি রফিক জোয়ার্দারকে একটি পাইপগান ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। সে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক লিডার নামে খ্যাত। ওই আসামির নামে ডুমুরিয়া থানায় ২১টি এবং যশোর থানায় ২টি মামলা রয়েছে। এঘটনায় এস আই গোলাম কিবরিয়া বাদী হয়ে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন যার নং ১৭। ওই বছরের ২৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তাে এসআই তফিকুল ইসলাম ওই আসামির বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড. হেমন্ত কুমার সরকার।

(ঊষার আলো-আরএম)