UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় আগুয়ান-৭১ এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ

koushikkln
মে ১৮, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগুয়ান ৭১ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৮ মে) নগরীর শিববাড়ি মোড়ে বেলা ১১টায় ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও ঢাকা জেলা আগুয়ান-৭১ সভাপতি নূর ইসলাম মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা নাগরিক নেতা এস এম ইকবাল হোসেন বিপ্লব, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, জাতীয় কবিতা পরিষদের মো: ইমদাদ আলী, আগুয়ান ৭১ এর খুলনা জেলা সভাপতি আবিদ শান্ত, সদস্য মুশফিক আজাদ, এল কে টফি, সালেহ আহমেদ, নূর আলম, মোঃ ইমরান, সাদমান সাকিব, মোঃ সেলিম বকুল, এনামুল কবির, মো: নাজমুল হোসেন, মো: সোলায়মান হোসেন, মো: সোহান, জাহিদ মাহমুদ, রাসেল রায়হান, এনামুল কবির, নিক্সন মোল্যা, আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, যুগ যুগ ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা-নির্যাতন করে আসছে, ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসাকেও মুসলমানদের রক্তে রক্তাক্ত করে নিজেদেরকে বিশ্বের মাঝে ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। নারী শিশু নির্বিচারে হত্যা করে চলছে। ইসরাইলি হামলা সকল মানবতাকে হার মানিয়েছে। বারবার এমন সন্ত্রাসী হামলার পরও জাতিসংঘ, ওআইসি’র ভূমিকা রহস্যজনক। বিশ^ মানবাধিকার সংগঠন গুলোও এ বিষয়ে কোন ভূমিকা রাখছে না। ইসরায়েলকে সমর্থনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশসহ শান্তিপ্রিয় সকল দেশকে একত্রে ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহবান জানান। ফিলিস্তিনের উপর ইসরায়েলের সন্ত্রাসী হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একবিংশ শতাব্দীর বড় সন্ত্রাসী উল্লেখ করা হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয় এ ধরনের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করার জন্য।