UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ঈদের প্রথম ও প্রধান জামাত টাউন মসজিদে

ঊষার আলো
মে ১০, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে। স্বাস্থ্যবিধি মেনে সকাল আটটায় ঈদের এ জামাতে অংশ নেবে খুলনার ধর্মপ্রাণ মুসল্লিরা। ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।
একই স্থানে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটিমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধায়নে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহানগরীর বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক, ড্রাম বাজানো, রঙিন পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মটর সাইকেল চালানো যাবে না।

(ঊষার আলো-এমএনএস)